ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

তুরস্কের সাবিহা গকচিন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫৭ জন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবারের রানওয়ে থেকে ছিটকে গেলে বিমানটি তিন খণ্ড হয়ে যায়। এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়।

বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

ইস্তাম্বুলের গভর্নর জানিয়েছেন, আহত যাত্রীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কের যাত্রীবাহী বিমানটির ২০ যাত্রী ছিলেন বিদেশি। নিহত ব্যক্তি তুরস্কের নাগরিক।

এসএ/