করোনা ভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরছেন চীনারা!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৫ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। এছাড়া এখন পর্যন্ত চীনে প্রতিষেধকবিহীন এই ভাইরাসে ২৭ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছেন। বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
তবে আশার খবর হলো এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ বাড়িও ফিরছেন।
বুধবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত ৮৯২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খবর সিনহুয়ার
চীনের হেলথ কমিশন তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ২৬২ জন মঙ্গলবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ১২৫ জন করোনা ভাইরাসের উৎসস্থল হুবে থেকে ছাড়া পেয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভাইরাসটির কেন্দ্রস্থল উহানে বিভিন্ন জিমনেসিয়াম, প্রদর্শনী কেন্দ্র এবং ক্রীড়া কেন্দ্রগুলোকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।