পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন এক গৃহবধূ। এ সময় দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স জোর করে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি ঘটে কলকাতায়।
পরিস্থিতি খারাপ দেখে মহিলা প্রাণপণে চিৎকার করতে থাকেন। এরপরই তার শ্বশুর এবং মামাশ্বশুর ঘটনাস্থলে চলে আসেন। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই অ্যাম্বুলেন্সটি। প্রৌঢ়কে টেনে হিঁচড়ে প্রায় পিষে দিয়ে অ্যাম্বুলেন্সটি এলাকা ছেড়ে পালায়। আশঙ্কাজনক অবস্থায় মহিলার শ্বশুরকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ওই গৃহবধূ বলেন, ‘ওই অ্যাম্বুলেন্সে ড্রাইভার ছাড়া আরও একজন ছিল। ওদের কথোপকথন শুনে আমি আতঙ্কিত হয়ে যাই। তখনই একজন আমার বাঁ হাত ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আমি চিৎকার করলে আমার শ্বশুরবাড়ির অন্যরা আমাকে বাঁচাতে ছুটে আসেন। আমার শ্বশুর গাড়ির সামনে এসে দাঁড়ান’।
"গাড়ির ভিতরে থাকা লোকগুলো যখন বুঝতে পারলো যে অবস্থা বেগতিক, তখনই ওরা দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে নিয়ে এসে আমার শ্বশুরকে ধাক্কা দেয় ও টেনে হিঁচড়ে নিয়ে যায়", আতঙ্কে কাঁপতে কাঁপতে বলেন ওই মহিলা।
ওই মহিলা জানান যে আগে কখনো ওই হামলাকারীদের দেখেননি তিনি। "তবে আমি যদি ওদের আবার দেখি তবে আমি ওদের সনাক্ত করতে পারবো", বলেন তিনি।
ঘটনার পর ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেন ওই নিগৃহীতা গৃহবধূ। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
ক্রমশই যেন কলকাতার রাতের তিলোত্তমা কুৎসিত হয়ে উঠছে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে। কয়েক মাস আগেই রাতের শহরে হেনস্থার শিকার হন অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্ত। একই অভিজ্ঞতা হয় অভিনেত্রী স্বস্তিকা সেনগুপ্তেরও। একজন অ্যাপ ক্যাব চালক তাঁকে শ্যুটিংয়ের যাওয়ার সময় গাড়ি থেকে "টেনে" নামিয়ে "নির্যাতন" করে। সম্প্রতি বাঙালি টেলিভিশন অভিনেত্রী জুহি সেনগুপ্তকেও হেনস্থার মুখে পড়তে হয়।
এসি