ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দিল্লি বিধানসভা নির্বাচন চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১১:২৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ভারতের রাজধানী দিল্লিতে চলছে বিধানভার নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে থাকছে প্রযুক্তির ব্যবহার। এরমধ্যে রয়েছে কিউআর কোডস, এবং মোবাইল অ্যাপ। ভোটগ্রহণকে কেন্দ্র করে দিল্লিতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

দিল্লি বিধানসভা নির্বাচনে এবার নির্বাচন ত্রিমুখী হতে চলেছে শাসক আম আদমি পার্টি, কেন্দ্রের শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

দিল্লির মুখ্য নির্বাচনী কর্মকর্তা রণবীর সিং জানিয়েছেন, সমস্ত জায়গায় ‘কড়া নিরাপত্তা’ জারি হয়েছে এবং নির্বাচনী এলাকায় ‘কোনও বিপত্তি নেই’, ভোটারদের কোনও সমস্যা হবে না।

তিনি জানিয়েছেন, দিল্লি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৭,৮৬,৩৮২ জন, ১৮ থেকে ১৯ বছর বয়স্ক ভোটারের সংখ্যা ২,৩২,৮১৫ জন। মোট ভোটারের মধ্যে এবার পুরুষ ভোটার ৮১,০৫,২৩৬ জন, মহিলা ভোটার ৬৬,৮০,২৭৭ জন, চাকরিরত ভোটার ১১,৬০৮, তৃতীয় লিঙ্গের ভোটার ৮৬৯, প্রবীণ বা ৮০ বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা ২,০৪.৮৩০।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয় ভোটপ্রচার। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়ছেন ৬৭২ প্রার্থী।

এসএ/