ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গোপন তথ্য ফাঁস করলেন মেহবুবা কন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

মেহবুবা মুফতি (বাঁয়ে) ও ইলতিজা মুফতি- সংগৃহীত

মেহবুবা মুফতি (বাঁয়ে) ও ইলতিজা মুফতি- সংগৃহীত

গত বছরের ৫ আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে নেওয়া হয়। এরপরই গৃহবন্দি করা হয় সেখানে সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। 

বন্দিত্বের ছয় মাস শেষ হতেই তাদের বিরুদ্ধে গণ নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেফতার করে কেন্দ্রীয় সরকার। আর মেহবুবার কন্যা ইলতিজা মুফতি গতকাল শুক্রবার জানিয়েছেন, কীভাবে রুটির ভেতরে চিঠি লিখে বার্তা আদান-প্রদান করেছেন মায়ের সঙ্গে। খবর আনন্দবাজার পত্রিকা’র।  

মায়ের টুইটার হ্যান্ডল থেকে ইলতিজা জানিয়েছেন, মেহবুবাকে বন্দি করার পরের সপ্তাহটি কেটেছিল চরম উদ্বেগে। তার পরে মায়ের লেখা একটি চিঠি হাতে আসে। যে টিফিন বক্সে বাড়ি থেকে খাবার পাঠানো হয়েছিল, তার ভেতরে চিঠিটি লিখে পাঠিয়েছিলেন মেহবুবা। সে সময়ে মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম সামলেছিলেন ইলতিজা। পিডিপি নেত্রী চিঠিতে জানান, ‘আমি সোশ্যাল সাইট ব্যবহার করি, সেটা এরা চায় না। আর কেউ আমার হয়ে এই কাজ করলে, পরিচয় ভাঁড়ানোর দায়ে তার বিরুদ্ধে মামলা করা হতে পারে।’ 

ইলতিজা জানান, তাঁর দাদি সেই কৌশল বের করেন। কাগজে উত্তরটি লিখে ছোট করে মুড়ে আর একটি কাগজ দিয়ে সিল করে তার পরে একটি রুটির লেচির মাঝখানে ভরে দেওয়া হয়। সেই রুটি সেঁকে বন্দিশালায় পাঠিয়ে দেওয়া হয় মায়ের কাছে। 

মেহবুবা-কন্যা জানান, উপত্যকা জুড়ে নেট পরিষেবা বন্ধ থাকলেও কীভাবে যেন তাঁদের বাড়ির ব্রডব্যান্ড কাজ করেছে। তাই সোশ্যাল সাইটে সক্রিয় থাকতে পেরেছেন তিনি। ইলতিজা এই টুইটটি করার সময়েও মেহবুবা-ওমরের বিরুদ্ধে গণ নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়নি। 

ফারুক আবদুল্লার বিরুদ্ধেও ওই আইনে মামলা হয়েছে। বিনা বিচারে আরও তিন মাস পর্যন্ত আটক করে রাখা যাবে তিন সাবেক মুখ্যমন্ত্রীকে।

এমএস/