আবারও পাকিস্তানের জুটি ভাঙলেন রাহী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি।
এরপর দ্বিতীয় জুটি আজহার আলি ও শান মাসুদ রীতিমতো চোখ রাঙাচ্ছিলেন বাংলাদেশি বোলারদের। অবশেষে সেই জুটিও ভেঙে দিলেন আবু জায়েদ রাহী। স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি করে আজহারকে (৩৪) ফিরিয়ে দিয়ে ভেঙে দেন ৯১ রানের জুটি।
এরআগে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি করে ওপেনার আবিদ আলিকে ফিরিয়ে দেন রাহী।
প্রথম ইনিংসে ২৭ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। শান মাসুদ ৫৯ ও বাবর আজম ০ রানে ব্যাট করছেন।
শুক্রবার ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিঠুন। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান।
পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ৫৩ রানে ৪টি, মোহাম্মদ আব্বাস ১৯ রানে ২টি, হারিস সোহেল ১১ রানে ২টি ও নাসিম শাহ ৬১ রানে ১টি উইকেট নেন।