ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়... 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

নারী সহকর্মীকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন পুলিশের এসআই

নারী সহকর্মীকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন পুলিশের এসআই

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটল ভয়ানক এক ঘটনা! নারী সহকর্মীকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন পুলিশের এসআই নিজেও। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভারতের রাজধানী দিল্লিতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। খবর আনন্দবাজার প্রত্রিকার।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আত্মঘাতী দীপাংশু রাঠোর পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল থানায় এসআই পদে কর্মরত ছিলেন, তার বাড়ি হরিয়ানার সোনিপতে। আর তার নিহত নারী সহকর্মীর নাম প্রীতি আহ্লাওয়াত। তারা দুজনেই কর্মসূত্রে একসঙ্গে দিল্লির রোহিণীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ২০১৮ ব্যাচে দিল্লি পুলিশে যোগ দেন দুজনেই।

দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ওইদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন প্রীতি। পথে রোহিণী স্টেশনে মেট্রো থেকে নামলে তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করেন দীপাংশু। এতে মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান প্রীতি। পরে কর্মস্থল সোনিপতে পুলিশের গাড়িতে আত্মহত্যা করেন দীপাংশু। এ সময় গাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোহিণী জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার এসডি মিশ্রা বলেন, প্রীতিকে হত্যার স্থান থেকে তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দীপাংশুকে চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, প্রেমে ব্যর্থ হয়ে এমন কাণ্ড ঘটিয়েছে দীপাংশু। ঘটনার তদন্ত করছে এবং প্রীতি ও দীপাংশুর মরদেহ ময়ানাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, প্রীতিকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন দীপাংশ। আর এই আক্রোশেই প্রীতিকে হত্যা করেন তিনি।

এনএস/