রাজশাহীতে মোবাইল ফোনের শোরুমে আগুন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০১:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
রাজশাহীর রানীবাজার এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে ওই দোকানের ভিতরে একই মালিকানাধীন ভিভো ও মোটরওয়ালা মোবাইল ফোন সেট কোম্পানির শোরুম এবং হ্যালো রাজশাহী টু নামের মোবাইল ফোন সামগ্রীর দোকান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান খোলার পর হ্যালো রাজশাহী টু নামের একটি দোকানের কর্মচারী ফয়সাল ইসলাম বিদ্যুতের মেইন স্লুইচ চালু করলে আগুন ধরে যায়। এতে ফয়সাল নিজেও দ্বগ্ধ হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকেই ভিভো ও মটোরোলা মোবাইল ফোনের শোরুমে আগুন ছড়িয়ে পড়ে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে একটি ও পরে আরেকটি ইউনিটের কর্মীরা যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
এআই/