সিরাজগঞ্জে লোকাল ট্রেন বন্ধ ও এসি বগি বাতিলে ক্ষুব্ধ স্থানীয়রা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একমাত্র লোকাল ট্রেন চলাচল বন্ধ ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি বগি বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা।
এর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটি। ‘সিরাজগঞ্জবাসী জোট বাধো, শহরের রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা করো’ এই স্লোগানে আজ রোববার সকালে শহরের বাজার ষ্টেশন চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটি আহ্বায়ক নব কুমার কর্মকার, স্বার্থ্য রক্ষা সংগ্রাম কমিটির সদস্য ফুলাদ হায়দার খান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন ও আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা এ সময় রেলের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে রেল সেবার মানোন্নয়ন ও সিরাজগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত রেলের ডাবল লাইন নির্মাণের দাবি জানান।
এআই/