ফেসবুকে বাংলাদেশকে তুলে ধরছেন সৌরভ ইমাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার | আপডেট: ০৪:০৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
বাংলাদেশের ৬৪ জেলা নিয়ে আলাদাভাবে ভিডিও কন্টেন্ট নির্মাণ করছেন উপস্থাপক ও সাংবাদিক সৌরভ ইমাম। এরই মধ্যে একাধিক জেলায় তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। লক্ষ লক্ষ মানুষ ভিন্নধর্মী ভিডিওগুলো দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন এসব ভিডিওতে।
এ ব্যাপারে জানতে চাইলে সৌরভ জানান, ‘এর আগে ফানি ও ভ্রমণ বিষয়ক ভিডিও করে ব্যাপক অনুপ্রেরণা পেয়েছিলাম। বিশেষ করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ভিডিওগুলো ৪ মিলিয়নের বেশি দেখা হয়েছে। এছাড়া গান ও ফানি ভিডিগুলো প্রায় দুই কোটির বেশি দেখেছে মানুষ। সম্প্রতি অনেকে দেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ভিডিও করার অনুরোধ জানাচ্ছেন।’
তিনি জানান, ‘বিষয়টি নিয়ে শুরুতে এক্সপেরিমেন্টালি দু’একটি জেলা নিয়ে কাজ শুরু করি। পরে প্রত্যাশার চেয়ে বেশি অনুপ্রেরণার পাওয়ায় ধারাবাহিকভাবে কাজ করার সিদ্ধান্ত নিই। সে ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত জেলা ভিত্তিক কাজ করছি।’
জেলা ভিত্তিক কি ধরনের কাজ হচ্ছে জানতে চাইলে এ সাংবাদিক জানান, ‘প্রত্যেকটি জেলার ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে কন্টেন্ট তৈরী করছি। এছাড়া জেলা নিয়ে ফানি ভিডিও করা হচ্ছে। যেমন, নোয়াখালীর দুটি ভিডিও দুই মিলিয়নের বেশি দেখেছে মানুষ।’
দেশের ভিডিও নির্মাণের পাশাপাশি দেশের বাহিরেও ভিডিও নির্মাণ করা হবে বলে জানান সৌরভ। এছাড়া, মাঝে মাঝে গান, ফান ও সামাজিক কাজের কন্টেট নির্মানও চলবে সমান তালে।
এআই/