ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইরানের নতুন রা’দ-৫০০ ক্ষেপনাস্ত্র প্রদর্শন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

রাদ-৫০০ ক্ষেপণাস্ত্র

রাদ-৫০০ ক্ষেপণাস্ত্র

ইরান  নতুন 'রা'দ-৫০০' ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। আজ রোববার এই ক্ষেপণাস্ত্রে 'যুহাইর' নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এছাড়া 'সালমান' নামের আরেকটি কম্পোজিট মোটর প্রদর্শন করেছে যা স্যাটেলাইটবাহী রকেটে ব্যবহার করা যাবে।

ইরানের আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান আমির আলী হাজিযাদেহ এ সময় উপস্থিত ছিলেন।

নয়া কম্পোজিট মোটরে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে মোটর তৈরি করার ফলে এর ওজন অত্যন্ত কম এবং এই মোটর দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজনও হবে তুলনামূলক অনেক কম। 

ইরানের প্রতিরক্ষা সূত্র একটি তুলনামূলক চিত্র দিয়ে জানিয়েছে, ইরানের ফতেহ-১১০ ক্ষেপণাস্ত্রের চেয়ে নয়া রা'দ-৫০০ ক্ষেপণাস্ত্রের ওজন অর্ধেক, কিন্তু পাল্লা দুইশ' কিলোমিটার বেশি।

এছাড়া ইরান ক্ষেপণাস্ত্রে 'চলমান নোজল' স্থাপন করতে সক্ষম হয়েছে। এটিও বেশি পাল্লার হালকা ক্ষেপণাস্ত্র তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

এসি