ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাজশাহীতে পাওনা টাকার জেরে কলেজছাত্রকে ছুরিকাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

পাওনা টাকার জের ধরে রাজশাহী নগরে মারামারিতে এক যুবক আহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে নগরের সিএন্ডবি মোড়ের গণপূর্ত মসজিদের গেটে এ ঘটনায় আহত যুবক সোহানকে (২১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোহন নগরের রাজাপাড়া থানার ভাটাপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত সোহান কোর্ট কলেজের এইচএসসির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাওনা টাকার জের ধরে সোহানের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে চন্ডিপুর এলাকার দীপ্ত (২২) ও শামীম (২২) নামের দুই যুবক। এর এক পর্যায়ে তারা সোহানের বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫নং ওয়ার্ডে ভর্তি করে। তার বুকের মাঝে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কে কার কাছে টাকা পেতেন তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, আহত কলেজছাত্রের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর। তার উপর হামলাকারিদের আইনের আওতায় আনা হবে।  

কেআই/আরকে