ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

শুভ জন্মদিন আতহার আলী খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের সেরা ধারাভাষ্যকার আতহার আলী খানের ৫৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৬২ সালের ১০ই ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।

১৯৮৬, ১৯৯৪ ও ১৯৯৭ সালের আইসিসি ট্রফির বাংলাদেশ দলের সদস্য ছিলেন আতহার আলী খান। ১৯৯৮ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়ে তিনি করেছিলেন ৪৭ রান। কেনিয়ার বিপক্ষে সে ম্যাচে মোহাম্মদ রফিকের সাথে ১৩৭ রানের জুটি করেন তিনি। 

১৯৯৭ সালে ক্যারিয়ার সেরা ৮২ রান করেন আতহার। বোলিং এ সেরা ফিগার ছিল মোহালিতে ভারতের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট। ১৯৮৮ সালের ২৭শে অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে ওডিআই অভিষেক। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ১৯টি ওয়ানডে ম্যাচ। 

আতাহার তিন ফিফটিতে করেছেন ৫৩২ রান এবং বল হাতে নিয়েছেন ৬ উইকেট। ১৯৯৮ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তিনি খেলেন ক্যারিয়ারের শেষ ম্যাচ।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১৯ বিশ্বকাপে আইসিসি নির্ধারিত ২৪ ধারাভাষ্যকার প্যানেলের গর্বিত বাংলাদেশি ধারাভাষ্যকার তিনি। দেশের ক্রিকেটের হোম, এওয়ে সিরিজ কিংবা ঘরোয়া লীগে নিয়মিত ব্যস্ত থাকেন ক্রিকেটারদের গুণগানে। তিনি ব্যাট ছেড়ে মাইক্রোফোন হাতে নিয়ে যেন লড়ে যাচ্ছে বাংলাদেশের হয়ে।