কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত : ১১:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
কলারোয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও যৌন হয়রানি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস- কলেজের সকাল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও যৌন হয়রানি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে তার মূল্যবান বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরকে//