ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:৩৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

তেহরানে আজাদি স্কয়ারের আজাদি টাওয়ারে দেশটির দুই নেতার ছবি- পার্স টুডে

তেহরানে আজাদি স্কয়ারের আজাদি টাওয়ারে দেশটির দুই নেতার ছবি- পার্স টুডে

ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী উদযাপনের নানা প্রস্তুতি শুরু হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী’র নেতৃত্বে মার্কিন আজ্ঞাবহ শাসক রেজা শাহ পাহলাভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়েছিল। খবর পার্স টুডে’র। 

এ উপলক্ষে আজকের প্রধান আকর্ষণ তেহরানের রাজপথে শোভাযাত্রা। সারা তেহরান থেকে জনগণ পায়ে হেঁটে আজাদি স্কয়ারে সমবেত হবেন এবং সেখানে জনতার উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

এর আগে গতরাত ৯টায় সারা ইরানের মানুষ নিজ নিজি বাড়ির ছাদে উঠে বা উঠানে নেমে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়েছেন। ইরানের সব মসজিদের মাইকে ধ্বনিত হয়েছে ‘আল্লাহু আকবার’ এবং অনেকে রাস্তায় নেমেও এই ধ্বনিতে রাজপথ মুখরিত করেছেন।

১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারি রাতে বিপ্লবের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ইরানি জনগণ ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিয়েছিল এবং সেই মুহূর্তকে স্মরণ করে প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপন করা হয়।


এমএস/