ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘ট্রলার ডুবে যেসব রোহিঙ্গা মারা গেছে তারা ক্যাম্পের নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

মালয়েশিয়াগামী ট্রলার ডুবে সেন্টমার্টিনে ১৫ রোহিঙ্গার মৃত্যু প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ক্যাম্প থেকে নয় বরং বাইরে অবস্থানরত রোহিঙ্গারাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।’

তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসন রোধে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদারে নজর দিতে হবে।’

উল্লেখ্য, কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় ১২ নারী ও ৩ শিশুসহ মোট ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় আরও ৭৩ জনকে।
এসএ/