ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ঠাকুরগাঁও জেলার শীতার্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে দুই সহস্রাধিক শীতবস্ত্র কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় মানব কল্যাণ এমকেপি’র প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
 
বেসরকারী উন্নয়ন সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় ও মানব কল্যাণ পরিষদ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার কার্যকরী পরিষদের সভাপতি বিউটি রানী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ছাড়াও বক্তব্য দেন, সংস্থার সমন্বয়কারী সাদেকুল ইসলাম, জেন্ডার উন্নয়ন কর্মকর্তা মৌসুমী রহমান প্রমুখ। 

পরে অতিথিরা শীতার্ত মানুষের মাঝে এক হাজার ২৬৫টি কম্বল ও ৯৩৫ জন শিক্ষার্থীর মাঝে সোয়েটার বিতরণ করেন। এসময় জানানো হয়, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিভিন্ন এলাকায় সর্বমোট দুই হাজার ৫০টি কম্বল ও এক হাজার ছয়শ’টি সোয়েটার বিতরণ করা হবে।

কেআই/এসি