ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

আজ দেশে ফিরছে বিশ্বকাপ জয়ী যুব টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ১০:০৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ বিকালে দেশে ফিরছে। যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকবর আলীর দল ঢাকায় পৌঁছাবে বিকাল ৫টায়। এরপর টাইগার জুনিয়রদের বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুর স্টেডিয়ামে।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুব টাইগারদের বরণ করে নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ঘোষণা করেছেন আকবর বাহিনী দেশে ফিরলে বিমানবন্দরেই তাদের সংবর্ধনা দেয়া হবে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাদের এ অর্জনে গর্বিত হয়েছে পুরো বাংলাদেশ। আকবর বাহিনীদের এ সাফল্যে রঙিনভাবে সেজেছে বিসিবি।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো মিরাজ-শান্তরা। তবে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে আকবর বাহিনী। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই বলা হয়েছিল এবারের বাংলাদেশ দল অন্য যেকোনো বারের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
এসএ/