হিলিতে ব্যাংকে চুরির চেষ্টা, চোরসহ আটক ৯
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
দিনাজপুরের হিলিতে সোনালি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় ৫ চোরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- আশিক হোসেন, মানিক মিয়া, আল আমিন, বোরহান উদ্দিন, রানা হোসেন, আরমান আলী, নুরুল ইসলাম, নাসিমা খাতুন, ইমরান আলী। তাদের সকলের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিলি স্থলবন্দরের সামনে অবস্থিত সোনালি ব্যাংকের পেছনের দিকের জানালার গ্রীল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করে দুস্কৃতিকারীরা। এ সময় ব্যাংকে দায়িত্বরত আনসার সদস্যরা টের পেলে চোররা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই ব্যাংকে চুরির চেষ্টার অভিযোগে ৫ চোরকে আটক করা হয়।
এছাড়াও ওয়ারেন্টভুক্ত পলাতক দ্ইু আসামি ও অপরাধ সংগঠিত করতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে এক নারীসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।