ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

করোনা ভাইরাস সনাক্তে নতুন ‘অ্যাপ’ চালু চীনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর- ফাইল ছবি

ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর- ফাইল ছবি

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক দিনেই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক। এমন অবস্থায় মানুষ কোথায় করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকবে এমন তথ্য সংকেত দিতে একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) সেবা চালু করেছে চীন সরকার। 

করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকায় আসার সঙ্গে সঙ্গেই একজন মানুষকে সতর্ক সংকেত দিতে সক্ষম এই অ্যাপটি। অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’। খবর সিনহুয়া’র। 

চীন সরকার ও চীন ইলেকট্রনিক্স প্রযুক্তি গ্রুপ কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে অ্যাপটি । এই নতুন প্রযুক্তিটির মাধ্যমে চীনা সরকার জনগণের নিবিড় পর্যবেক্ষণের কাজকে আরও আলোকিত করতে পারবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

এমএস/এসি