ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মোজাম্মেল হক সমাজী’র মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

মোজাম্মেল হক সমাজী

মোজাম্মেল হক সমাজী

সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও পাবনা-৩ আসনে প্রথম জাতীয় সংসদের সদস্য অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। 

এ উপলক্ষে সমাজ শাহী মসজিদ প্রাঙ্গণে এবং ‘শিল্পী সমাজী শিশু সদন’-এ সকাল থেকে শুরু হবে খতমে কোরআন। সকাল ১০টায় ভাঙ্গুড়ার অষ্টমনিষায় তার প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বেলা ১১টায় চাটমোহর পৌর সদরের ডিএ জয়েন উদ্দিন বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বাদ মাগরিব শাহী মসজিদ মোড়ে শিল্পী সমাজী চিত্রাঙ্গন প্রাঙ্গণে নাগরিক সভা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে এতে উপস্থিত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। চাটমোহর (পাবনা) প্রতিনিধি।