ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বজয়ী আকবরকে গণসংবর্ধনা দেবে রসিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বিশ্বজয়ী যুবারা দেশে ফেরার পর বিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা, ঘোষণা করা হয়েছে বিভিন্ন পুরস্কার। সরকারের পক্ষ থেকেও দেয়া হবে বিশেষ সম্মাননা। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ায় টাইগার অধিনায়ক আকবর আলী গণসংবর্ধনা পাচ্ছেন তার জন্মস্থান রসিকের পক্ষ থেকে। 

মঙ্গলবার দুপুরে তাকে গণসংবর্ধনা দেয়ার কথা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আকবর রংপুরে ফিরলেই তাকে বীরচিত সংবর্ধনা প্রদান করা হবে। 

নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ জয় বলতেই আকবর নামটা চলে আসবে। আকবর শুধু রংপুর নয়, সারা দেশের গর্ব। ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করব।’ 

তিনি বলেন, ‘আত্মবিশ্বাসী আকবর আলীর পথ ধরে আগামীর তারুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবে। অন্য সবার মতো আমিও একই স্বপ্ন দেখি।’

রসিক মেয়র বলেন, ‘পৃথিবীর বহু দেশে পেশার দক্ষতা দেখে পৃষ্ঠপোষকতা করা হয়। আমাদের দেশে সেটি হয় না। আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেয়া হোক। এতে হাজারো আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে।’

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সব খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র মোস্তাফিজুর রহমান।