ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

আর্থিক সংকটের কারণে বিদেশী ব্যাংক থেকে ৮ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সৌদি আরব

প্রকাশিত : ০১:০১ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:০১ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

আর্থিক সংকটের কারণে বিদেশী ব্যাংক থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সৌদি আরব। এক দশকের মধ্যে সৌদির সরকারের এটিই প্রথম বৈদেশিক ঋণ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তেলের দাম কমে যাওয়ার কারণে বাজেটে ঘাতটি পড়ায় সৌদি আরব এ ঋণ চাইছে। গেলো বছরে দেশটিতে বাজেটের ঘাটতি ছিলো একশ বিলিয়ন ডলার।  দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ পরিমাণ বাজেটের ঘাটতি। সৌদি আরবের আয়ের একটি বড় অংশ আসে তেল বিক্রি থেকে। ক্রমাগত তেলের মূল্যহ্রাসে তাদের বাজেটে টান পড়েছে।