বিশ্ব বেতার দিবস আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আজ ১৩ ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস। আজ বিশ্বব্যাপী পালিত হবে জাতিসংঘ ঘোষিত ‘৯ম বিশ্ব বেতার দিবস।’ বিশ্ব বেতার দিবস উদযাপনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি অনুসরণীয় মডেল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে।
সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। এতে অংশ নেয় বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিওগুলো।
বাংলাদেশ বেতার রাজধানীর শেরেবাংলানগরের সদর দপ্তরে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য হলো-বেতার ও বৈচিত্র্য।
তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
আজ সকাল ১০টায় বেতার সদর দপ্তরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ২০০০ সালে থেকে বাংলাদেশে গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে উন্নয়নমূলক তথ্য ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি, সরকারি ও বেসরকারি সেবা, জীবনঘনিষ্ট যাবতীয় তথ্য জনগণের মাঝে সহজ ভাষায় প্রচারের লক্ষ্যে কমিউনিটি রেডিও চালু করতে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি করে আসছে।