মানবতার কল্যাণে ব্র্যাক ব্যাংক কর্মীদের ম্যারাথন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মীরা মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা” শীর্ষক এক মিনি ম্যারাথনের আয়োজন করে।
কোন ব্যাংকের উদ্যোগে ম্যারাথনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম এবং মানবতার কল্যাণে এটি এক অনন্য প্রচেষ্টা। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাক ব্যাংক কর্মীরা মানবতার কল্যাণে এ ম্যারাথন আয়োজন করে আসছে।
১৪ ফেব্রুয়ারি ২০২০ ঢাকার হাতিরঝিল প্রজেক্ট এলাকায় আয়োজিত ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানে যোগ দেন।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সাব্বির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম. মাসুদ রানা এফসিএ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সারাদেশ থেকে আগত ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা দৌড়ে অংশ নেন।
এই ম্যারাথন দৌড় শুরু হয় সকাল ৭ টায়। ব্র্যাক ব্যাংকের ৪,০০০ জন কর্মী ৫.৫ কি.মি. দূরত্বের দৌড়ে অংশগ্রহণ করে যা পুলিশ প্লাজার নিকটে শুরু হয়ে হাতিরঝিল লেকের বিভিন্ন প্রান্ত ঘুরে একই স্থানে শেষ হয়।
এই দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ৩৪.৫০ লাখ টাকার তহবিল সংগ্রহ করেন। এর সঙ্গে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সমপরিমাণ অর্থ দিয়ে এই তহবিলকে দ্বিগুণ অর্থাৎ ৬৯ লাখ টাকা করা হয়।
এই তহবিল থেকে মানুষের কল্যাণে নিয়োজিত নয়টি প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: সুফিয়া খাতুন ফাউন্ডেশন, কিডনী ফাউন্ডেশন সিলেট, সোসাইটি ফর ওয়েলফেয়ার অব অটিস্টিক চিল্ড্রেন, ক্রিস্টি, দ্বীপশিখা স্কুল, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন, মঈন ফাউন্ডেশন, বারডেম হাসপাতালের চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন এবং চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার।
এ উপলক্ষে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আর. এফ. হোসেন বলেন, “মানুষ, পৃথিবী ও মুনাফা-এই তিনটি মূল দর্শনের আলোকে সামাজিক দায়বদ্ধতা ব্যাংকের ডিএনএ-তে গ্রথিত আছে। সামাজিক কাজে আমাদের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন, “দৌড়ে বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আমরা বিশ্বাস করি এ অংশগ্রহণ দৌড়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একসাথে মানবতার কল্যাণে ভিন্ন মাত্রা যোগ করতে পারি। আমি মনে করি আমরা সবাই একসাথে উদ্যোগ নিয়ে এভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারি।”
ম্যারাথনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, কন্ঠশিল্পী তাহসান রহমান খান, মডেল আফসানা আরা বিন্দু।
আরকে//