ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন।

সিনেট অধিবেশনে উপাচার্য মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেয়া গৃহীত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে সংশোধন পাস ও চলতি বছরের শেষের দিকে ২য় সমাবর্তনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও আগামি ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সপ্তাহ, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।  

সিনেট অধিবেশনে সংসদ সদস্য শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ডিনসহ মোট ৭৭ জন সিনেট সদস্য অধিবেশনে উপস্থিত ছিলেন।

এআই/