ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মোরেলগঞ্জে কলেজছাত্র হাইয়ুম হত্যার বিচার দাবি এলাকাবাসীর

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজছাত্র হাইয়ুম খানের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

আজ শনিবার বেলা ১১টায় তেতুলবাড়িয়া বাজারে দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবসহ সকল শ্রেণি-পেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নিহত কলেজছাত্র হাইয়ুমের পিতা ফারুক খান, মামা আব্দুস ছালাম হাওলাদার, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি আবুল কালাম খান, জেলা ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, অধ্যাপক গাউসুল হক, শিক্ষক আবু সালেহ খান, ইউপি সদস্য নাসির উদ্দিন শেখ, জাতীয় কৃষক সমিতির নেতা মোশাররফ হোসেন হাওলাদার, লোকমান বেপারি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা হাইয়ুম হত্যা মামলার আসামি সোহাগ হাওলাদার, রাসেল খানসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ ফেব্রুয়ারি তাফালবাড়িয়া গ্রামের কলেজছাত্র হাইয়ুমকে মারধর করে তার প্রতবেশীরা। এর ৪ দিন পর ৯ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী।

এ ঘটনায় এখন পর্যন্ত রাসেল খান নামে একজনকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাকিরা। তবে তাদের আটকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর (ওসি) দাস মন্ডল।

এআই/