ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

শ্রীমঙ্গলে বসন্ত উৎসব পালিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব। শনিবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গন থেকে বের হয় শোভাযাত্রা। 

শোভাযাত্রাটি একই জায়গায় ফিরে আসার পর অনুষ্ঠিত হয় রশি টানাটানি, বালিশ পাসিং, মিউজিক্যাল চেয়ার, মুখে চামচ মার্বেল দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই ও পাতিল ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতা। সন্ধায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে অনেক রাত পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। দিনব্যাপী এই অনুষ্ঠানযজ্ঞ পরিণত হয় আনন্দমেলায়।

দিনব্যাপী এ সকল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সুলতান মুহাম্মদ ইদ্রিছ লেদু, ডা. হরিপদ রায়, ডা. বিনেন্দু ভৌমিক, সংগীতজ্ঞ বুলবুল আনাম ও শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তারেক ইকবাল চৌধুরী। এর আগে শুক্রবার রাতে বসন্ত দিবসের উপর আলোচনা সভা করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। 

কেআই/আরকে