দোয়ারাবাজারে সাজাপ্রাপ্তসহ ৫ জন পলাতক আসামি আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ জন পলাতক আসামিকে আটক।
পুলিশ সুত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার, এএসআই বজলুল করিম, এএসআই জামাল মিয়া ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে জিআর-১২৬/১৮ (দোয়ারা) মামলায় বিজ্ঞ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাহার নামীয় সাজা পরোয়ানাটি দোয়ারাবাজার থানায় মূলতবী ছিল। উপজেলার রাখালকান্দি গ্রামে অভিযান পরিচালনা করিয়া জিআর-৪/১৯ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী উপজেলার রাখালকান্দি গ্রামের মৃত মোক্তার আলীর পুত্র সফর আলী, নারী ও শিশু মামলা নং-৫৩/২০ সংক্রান্তে বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী আজমপুর গ্রামের মৃত আনফর আলীর পুত্র আলমগীর হোসেন, জিআর-৫৫/১৩(দোয়ারা) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বাজিতপুর গ্রামের গেদা মিয়ার পুত্র সাহাব উদ্দিন, নন জি আর-৩৭১/১৯(দোয়ারা) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী পানাইল গ্রামের উমেদ আলীর পুত্র আবুল মিয়াকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৫জন পলাতক আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই/আরকে