ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা।

প্রকাশিত : ১০:০৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১০:০৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে লংকানরা। দুই ওপনার ৬০ রানের জুটি গড়লেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর করতে পারেনি শ্রীলংকা। ব্যক্তিগত ৩১ রানে অধিনায়ক থারাঙ্গা সাজ ঘরে ফিরলে, নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। ডিকওয়েলারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৪ রান। শেষ পর্যন্ত ১শ ৬৩ রানে অলআউট হয় লংকানরা।  জবাবে অধিনায়ক ডি ভিলিয়ার্সের ক্যাপ্টেনস নকে ৭ উইকেটের সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩২ ওভারেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। ডিভিলিয়ার্র্স ৬০ ও ডুমিনি ২৮ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আমলা করেন ৩৪ রান।