সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকত থেকে আরও দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
টেকনাফ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, ‘সোমবার সকালে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্রে দুইজনের লাশ ভেসে ওঠার খবর পেলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়। তবে লাশ দুটি পচে গেছে। এর আগে ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে ১৩৮ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওইদিন ১৫ জনের মরদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্ট গার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।
এআই/