ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ফাইনালকাণ্ডের নেপথ্য জানালেন শরিফুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ফাইনালকাণ্ডের নেপথ্য জানালেন শরিফুল 

ফাইনালকাণ্ডের নেপথ্য জানালেন শরিফুল 

এবারের যুব বিশ্বকাপটা এক কথায় স্বপ্নের মতোই কেটেছে বাংলাদেশের। প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া। তারপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে স্বপ্নের ফাইনালে। যেখানে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। রীতিমতো সিনেমাটিক ব্যাপার। 

তবে এতো অর্জনের মাঝেও লেগেছে একটু কলঙ্কের দাগও। ফাইনালে অপ্রীতিকর ঘটনার কারণে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের বিশ্বজয়ী তিন ক্রিকেটার। ভারতকে হারানোর পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশি যুবারা। তাতে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মাঠেই লেগে যায় বাক-বিতণ্ডা। ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটে। 

যার প্রেক্ষিতে পরে বাংলাদেশের তিন ক্রিকেটার ও ভারতের দুই ক্রিকেটারকে বড় শাস্তি দিয়েছে আইসিসি। এসব কারণে বোর্ডকর্তাদের বকাঝকাও হজম করতে হচ্ছে যুবাদের।

তবে সেদিনের ওই ঘটনার সূত্রপাত হয়েছে নাকি আরও অনেক আগে, বিশ্বকাপেরও আগে। তেমনটাই জানালেন যুব দলের পেসার শরিফুল ইসলাম। 

দীর্ঘদেহী এই তরুণ বলেন, ঘটনার সূত্রপাত অনেক আগে। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারতীয় যুবারা। ওই সিরিজে বাংলাদেশকে হারানোর পর বাজেভাবেই জয় উদযাপন করে ভারতীয় যুবারা। বাংলাদেশি তরুণরা নাকি তেঁতে ছিলেন সেই কারণেই।

শরিফুল বলেন, ‘অতীতে আমরা দুটো ম্যাচে ওদের (ভারত) কাছে হেরে গিয়েছিলাম। ওই দুটো হারের অনুভূতি আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। জেতার পর ওরা কী করেছিল, সেই ঘটনাগুলো যুব বিশ্বকাপ ফাইনালে নামার আগে আমার মনে পড়ে গিয়েছিল। ওই দুটো ম্যাচ জিতে আমাদের সামনে ওরা আনন্দে ফেটে পড়েছিল। আমরা কিছুই বলতে পারিনি তখন। তার পর থেকে আমরা অপেক্ষায় ছিলাম। ওদের বিরুদ্ধে কবে ফাইনালে খেলতে নামব, তার দিন গুণছিলাম।’

পঞ্চগড়ের এই তরুণ বলেন, ‘ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। সেটা আমরা পেরেছি। ম্যাচ হারার পর তাদের সামনে কেউ যদি ওভাবে উল্লাস করে, উৎসবে মেতে ওঠে, তা হলে কেমন লাগে সেটা নিশ্চয় এখন টের পাচ্ছে ভারত।’

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের যুবারা। 

এনএস/