ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফরিদপুরে চলছে মাসব্যাপি পল্লী মেলা

প্রকাশিত : ১০:৫১ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:৫১ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

পল্লী কবি জসিম উদ্দিনের ১১৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জন্মস্থান ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে চলছে মাসব্যাপি পল্লী মেলা। এতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো ভক্ত। বিভিন্ন ধরনের কুটির শিল্পসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সকাল থেকে গভীর রাত রাত অব্দি মুখরিত মেলা প্রাঙ্গণ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরে এই গ্রামে জন্ম গ্রহণ করে পল্লী কবি। সাহিত্য চর্চার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। অর্জন করেন একুশে পদক, স্বাধীনতা পদক। তাঁর লেখায় উঠে আসে গ্রামের সাধারণ মানুষের কথা। সোঁদা মাটির গন্ধ আর নকশি কাঁথার অপরূপ রূপকথা। কবির জন্মমাস উপলক্ষে গ্রামের বাড়ির আঙ্গিনাজুড়ে <ংঃৎড়হম>প্রতিবছরের মত এবারও এই মেলার আযোজন। এই পল্লীমেলা পরিণত হয়েছে মিলন মেলায়। বহু দিন না দেখা বন্ধু-স্বজনদের সাথে যোগসূত্র যেন এই আযোজন। মেলার মুক্ত মঞ্চে প্রতি বিকেলেই সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে মধ্য রাত অবধি। <ংঃৎড়হম>পল্লী মেলা চলবে ১১ ফেব্রয়ারি পর্যন্ত।