ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সেই রিকশাচালকের সঙ্গে দেখা করলেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

বারানসির রিকশাচালক মঙ্গল কেওয়াত নিজের মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই সময় নিমন্ত্রণে যেতে না পারলেও চিঠি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই এলাকায় সফরে গিয়ে রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) একদিনের সংক্ষিপ্ত সফরে মোদি তার লোকসভার আসন বারানসিতে যান। তিনি এসময় মঙ্গলের সঙ্গে দেখা করেন ও তার পরিবারের খোঁজখবর নেন। এর পাশাপাশি তার পরিবারের কুশল কামনাও করেন প্রধানমন্ত্রী মোদি।

গত ১২ ফেব্রুয়ারি ছিল মঙ্গলের মেয়ের বিয়ের দিন। এর আগেই প্রধানমন্ত্রীর চিঠি হাতে পান রিকশাচালক বাবা মঙ্গল কেওয়াত। চিঠিতে বিয়ের জন্য মঙ্গলের মেয়েকে আশীর্বাদ দেন ও শুভেচ্ছা জানান। এই চিঠি পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মঙ্গল। তিনি তখন বলেছিলেন, 'আমি উত্তর পাব বলে কখনওই ভাবিনি। কিন্তু মোদীর চিঠি পেয়ে আমরা অত্যন্ত খুশি। মেয়ের বিয়েতে আগত অতিথিদের সেই চিঠিও দেখিয়েছি।'

তখন মঙ্গল ও তার স্ত্রী রানু দেবি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান এবং নিজেদের দুর্দশার কথা জানাতে চান।’ তাই নিজের সংসদীয় এলাকায় সফরে এসে সেই অনুরোধ রেখেছেন নরেন্দ্র মোদি। একদিনের বারানসী সফরে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে রিকশাচালক এবং তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

মঙ্গল কেওয়াত তার নিজের গ্রামে গঙ্গার পাড় পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। নিজে সচেতন থেকে এবং আশপাশের মানুষকে সচেতন করে স্বচ্ছ ভারত অভিযানে অবদান রাখছেন ওই রিকশাচালক। সে খবরও পেয়েছেন নরেন্দ্র মোদি। সেই কারণে মঙ্গল কেওয়াতকে ধন্যবাদও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 

স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার ও প্রশংসা পেয়ে আবেগে আত্মহারা রিকশাচালক মঙ্গল। শুধু মঙ্গলই নয় এই খবরে আনন্দিত বারানসি এলাকার জনগণও।

সূত্র : এনডিটিভি

এএইচ/