বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বয়স ফাঁকি দিয়ে বিয়ে (বাল্যবিয়ে) করার অপরাধে এক যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ রায় প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত যুবক নাচোল উপজেলার নেজামপুর ইউপি’র ইসলামপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে সাকিল (২২)।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা জানান, প্রায় তিনমাস পূর্বে নাচোল উপজেলার ইসলামপুর চড়কডাঙ্গা গ্রামের সহিদুল ইসলামের ছেলে সাকিল ও একই গ্রামের খলিলুর রহমানের মেয়ে ফাতেমা খাতুন (১৫) নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের এফিডেভিট সম্পন্ন করে। পরে মেয়ের বাবা বিয়ের কাগজের প্রতি সন্দেহ এবং তার নাবালিকা মেয়ের বিয়ের বিষয়টি মেনে নিতে না পেরে নাচোল উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ছেলে ও মেয়েকে তার অফিসে ডেকে পাঠান। উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে এফিডেভিটের কাগজপত্র পর্যালোচনা শেষে বাল্য বিয়ের অপরাধে ছেলে সাকিলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এনএস/