খালেদা জিয়া বাংলায় ফেল: তথ্যমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১১:৪৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সে বিষয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি তো মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করেছিলেন আর বাংলায় ফেল করেছিলেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মাঠের আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় একই কথা বলে থাকেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কোনও রাজবন্দি নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।’
খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। এটা ছাড়া আর কোনও পথ নেই বলে জানান ড. হাছান মাহমুদ।