ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় পুলিশ সুপারসহ দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৪২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় পুলিশ সুপার আশরাফুল ইসলামসহ দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগুনের ঘটনায় বিচারিক তদন্ত  প্রতিবেদনের ওপর শুনানিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের  বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৯ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। গোবিন্দগঞ্জের সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনার জন্য স্থানীয়দের সাথে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী বলে বিচারিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তাঁদের শনাক্ত করা যায়নি। আদালত শুনানী শেষে গাইবান্ধার পুলিশ সুপার ও আগুন দেয়ার ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেন। কতিপয় পুলিশ সদস্যর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা নষ্ট করা যায় না বলে মন্তব্য করেন আদালত। নির্দেশনা বাস্তবায়ন হল কি না- সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও রংপুর রেঞ্জের ডিআইজিকে। এদিকে  সাওতাল পল্লীতে এখনও আতঙ্ক  বিরাজ করছে বলে জানান জাতীয় আবিবাসী পরিষদের সভাপতি। গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে বাসবাসকারী সাওতালদের সাথে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষ হয়। পুড়িয়ে দেওয়া হয় বাড়ি ঘর।  এতে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়।