ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

২২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ২২ ফেব্রুয়ারির ঘটনাবলি :
১৯৫২ - ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
১৯৭৯ - সেন্ট লুসিয়া স্বাধীনতা লাভ করে।
২০০৬ - ইরাকের রাজধানী বাগদারে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের ১০ম ইমাম হযরত হাদী (আঃ)ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আঃ) এর পবিত্র মাজার শরীফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।
২০১১ - নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।
 
আজ যাদের জন্মতারিখ :
১৭৩২ - জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
১৮৫৭ - বিশ্বব্যপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনের স্ট্যানহোকে জন্মগ্রহণ করেন।
১৮৫৭ - হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯০০ - লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।
১৯০৬ - লেখক রাজনীতিবিদ হুমায়ুন কবির।
১৯০৬ - অভিনেতা পাহাড়ী স্যানাল।
১৯৫৫ - শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
১৯৫৭ - সাংবাদিক শাহ আলমগীর।
১৯৬২ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব।
 
আজ যাদের মৃত্যু হয় :
১৯৫২ - শহীদ শফিকুর রহমান।
১৯৫৮ - ভারতের বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আবুল কালাম আজাদ।
১৯৯৯ - কবি তালিম হোসেন। 
এসএ/