ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুয়ের ‘সেঞ্চুরি’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচের চিত্র

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচের চিত্র

আগেরদিন মোমিনুল হক বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের কোনও কোনও ব্যাটসম্যান ১০০, ২০০ বা ৩০০ করবে। টাইগার অধিনায়কের কথা সত্য হয় কিনা সেটা সময়ই বলে দিবে।

তবে, তার আগে বাংলাদেশ-জিম্বাবুয়ের যুগলে হয়ে গেল অন্যরকম একটা সেঞ্চুরি। মিরপুর টেস্টটি তিন ফরম্যাট মিলিয়ে দু‘দলের ১০০তম ম্যাচ।

১৯৯৭ সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। কেনিয়ার নাইরোবিতে ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। তার প্রায় সাড়ে ২২ বছর পর শততম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

আজকের ম্যাচ বাদ দিলে দু‘দল টেস্ট খেলেছে ১৬টি, ওয়ানডে ৭২টি ও টি-টোয়েন্টি ১১টি। ৯৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫৭টিতে। তিন ম্যাচ ড্র হয়েছে। বাকি ৩৯ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।

একশতম ম্যাচ শেষে কোন দলের জয়ের সংখ্যা বাড়ে সেটাই এখন দেখার বিষয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আজ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

এনএস/