ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কুমিল্লায় পুলিশি হয়রানির প্রতিবাদ জানাল সিএনজি শ্রমিকরা  

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

কুমিল্লায় শ্রমিক ইউনিয়নের সদস্য, ড্রাইভার, কেরানি ও নেতৃবৃন্দকে পুলিশি হয়রানির প্রতিবাদে মানবন্ধন  ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা জেলা সিএনজি অটোরিকশার শ্রমিকরা।  

আজ রোববার সকালে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় প্রায় ২ শতাধিক সিএনজি ড্রাইভার শ্রমিকরা এই মানববন্ধন করেন।  এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা গোলাম মোস্তফা, আলী হোসেন, মো. সোলেমান, শাহ আলম, ফরিদ ও মো. হারুনসহ আরও অনেকে।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে আমরা শ্রমিক নেতা নির্বাচন করি। সংগঠন সদস্যদের জিবি আদায়ে ও গাড়ী সিরিয়াল দেয়ার জন্য কেরানির সাহায্য নেয়া হয়। কিন্তু প্রশাসন আমাদের বৈধ স্ট্যান্ড ও শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন থাকার পরও হয়রানি করছে। মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছি আমরা। 

তিনি বলেন, ‘মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর আমরা নগরীর বিভিন্ন এলাকায় গাড়ী চালিয়ে জিবিকা নির্বাহ করছি। এতেও আমাদের উপর মামলা দেয়া হচ্ছে। প্রশাসনের এমন অত্যাচারে ইতিমধ্যে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি দেয়া হয়েছে। হয়রানি বন্ধ না হলে আগামি দিনে কর্মবিরতি ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে।’

 এআই/আরকে