ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ সদস্য জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ সদস্য জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন, উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের হুমায়ন কবীর (৪৯), তার স্ত্রী- ফাতেমা খাতুন (৩৮), স্কুল ও কলেজ পড়ুয়া কন্যা-হাফছা (১৬) ও হুমায়রা (১৮)। 

পূর্ব শত্রুতার জের ধরে রোববার সকাল ৬টার দিকে প্রতিপক্ষ মানিক, ইলিয়াজ, রতন, তালহা, রায়হান দলব্ধ হয়ে হুমায়ন কবীরের বাড়ীতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পিটিয়ে কুপিয়ে তাদের জখম করে বলে আহতরা জানান। আহতরা বর্তমানে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেআই/আরকে