ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

বাগেরহাটে যুবলীগ নেতার চোখ উপড়ে নিল দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ নেতা নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রানা শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে এবং বারইখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা।

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, ‘উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলেছে।’

মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, ‘নাজমুল হাসান রানা দুই বারের নির্বাচিত ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নতুন যুবলীগের কমিটিতে সম্পাদকীয় পদে থাকার কথা রয়েছে তার। রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার ওপর নৃশংসভাবে  হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।’

জানতে চাইলে মোরেলগঞ্জ থানার এসআই দিপঙ্কর মন্ডল বলেন, ‘ঘটনার তদন্ত করা হচ্ছে। রানার ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

এআই/