ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হিলিতে মাদক সেবন ও ব্যবসার দায়ে ১৫ জন আটক

হিলি সংবাদদাতা

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও ব্যবসার দায়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কবিরুল (২৪), শামীম (২০), মুহতামিন (২০), রুবেল (৩০), সাদ্দাম (২৭), বাবলু (৪৫), মতিয়ার (২৫), মোস্তাফিজুর (২৫), রাজ্জাক (৪৫), রবিউল (২৬), বিপ্লব (২২), সরোয়ার (৪০), খালেক (২৬), সোহেল (২৮), সাইফুল (৪০)। এদের মধ্যে একজন ব্যতীত সকলের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়। অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঘোড়াঘাট থানায়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ‘মাদক দ্রব্য কেনাবেচা ও মাদকসেবন করে মাতলামো করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় মাদকসেবনের দায়ে ৯ জনকে আটক করা হয়।’ 

তিনি জানান, ‘ঘটনাস্থল থেকে ৫২ বোতল ফেনসিডিল, ৪২ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।’

এআই/এসি