ঢাবির পাঁচ শিক্ষক চাকরিচ্যুত
ঢাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
শিক্ষা ছুটি শেষ করে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের রাদিয়া তাইসির, সমাজ বিজ্ঞান বিভাগের আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের মো. মহসীন ও ইয়াসমিন আকতার এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মো. কামরুল ইসলাম।
তবে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরি ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেন। বাকি শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগদান করেনি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।
এর আগে একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসে পাঁচজন শিক্ষক ও সেপ্টেম্বর মাসে ২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।