সিরাজগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একজনের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে একটি বাড়ীতে গ্যাসের চুলার পাইপ লাইন থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে সাইদুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইদুল ইসলামের মামাতো ভাই আব্দুল্লাহ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
অপর দিকে এই ঘটনায় গুরুতর দগ্ধ তায়েব আলীকে (১৫) উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের চুলার পাইপ লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে বাড়ির মালিক সানোয়ার হোসেন (৫০), ছানোয়ারের ছেলে সাইদুল ইসলাম (৩০), ছানোয়ারের স্ত্রী লিলি খাতুন (৪০), নূর আলমের মেয়ে নাজিরা খাতুন (১৮), সাইদুলের মেয়ে সুমাইয়া খাতুন (দেড় বছর), ছানোয়ারের ছেলে তায়েব আলী (১৫) ও মুকুল শেখের ছেলে মেহেদী হাসান (১০) দগ্ধ হন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করেন।