ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ডাকঘর নির্মাণে এনআরবি গ্লোবাল ব্যাংকের সহায়তা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকণীতে ডাকঘরের নতুন ভবন নির্মানে সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের খুকনী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ডাকঘর নির্মাণের উদ্যোক্তা হাজী এবাদুর রহমানের হাতে ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের খুকনী শাখা ব্যবস্থাপক মো: হাসান শেখ, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষত আব্দুস সালাম খান, পল্লী বিদ্যু সমিতির এজিএম আব্দুল হামিদ মিয়া, ব্যবসায়ী হাজী ফজলুল হক, হাজী বাহা উদ্দিন, হাজী বায়েজীদ বোস্তামী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর এনআরবি গ্লোবাল ব্যাংকের খুকনী শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের চেয়ারম্যান ও ঢাবির সিনেটর নিজাম চৌধুরীর কাছে হাজী এবাদুর রহমান ডাকঘর নির্মানের জন্য সহায়তা চান। তখন তিনি ৫০ হাজার টাকা দেবার ঘোষনা দেন।