ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাজধানীতে অগ্নিকাণ্ডে শিশুসহ ৩ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

রাজধানীর মগবাজারে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।  

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্পের পুলিশের উপপরিদর্শক। এছাড়া কয়েকজন ধোয়ায় অসুস্থ হয়ে জরুরি বিভাবে চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া একুশে টিভি অনলাইনকে জানান, ‘অগ্নিকাণ্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা একেবারেই গুরুতর। তাদের শরীরের প্রায় ৯০ ভাগ ঝলসে গেছে। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।’

এআই/