টেনিসকে বিদায় বললেন গ্ল্যামার গার্ল শারাপোভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
মারিয়া শারাপোভা। ছবি: সংগৃহীত
পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ‘গ্ল্যামার গার্ল’ মারিয়া শারাপোভা টেনিসকে বিদায় জানালেন। ৩২ বছর বয়সী এই রুশ তারকা ‘ভোগ ও ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে নিজের লেখা একটি প্রতিবেদনে ক্যারিয়ারের ইতি টানার কথা জানান।
অবসরের সিদ্ধান্তের পেছনে কাঁধের ইনজুরির এবং শারীর আর আগের মতো সায় দিচ্ছে না বলে উল্লেখ করেছেন শারাপোভা।
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন শারাপোভা। তার ঠিক দুই বছর পরে ইএস ওপেন জেতেন তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনেও শেষ হাসি হাসেন শারাপোভা। ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয় করেন এই রুশকন্যা।
উল্লেখ্য, ২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ১৫ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শারাপোভা। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে টেনিসে ফেরেন। কিন্তু ফেরার পর ছন্দ খুঁজে পেতে বেশ যুদ্ধ করতে হয়েছিল তাকে। সেই সঙ্গে ইনজুরিও বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছিল।
ক্যারিয়ারের এই অবস্থায় র্যাঙ্কিংয়ে ৩৭৩ নম্বরে আছেন শারাপোভা। তাই জোর করে খেলা না চালিয়ে বললেন, ‘বিদায়।’
বিদায় বেলায় ফেলে আসা দিনের কথা উল্লেখ করে শারাপোভা লিখেছেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমি বাবার সঙ্গে ফ্লোরিডা চলে আসি। যখন টেনিস খেলতে শুরু করি তখন নেটের উল্টো দিকে দাঁড়ানো সব মেয়েরাই আমার থেকে বয়সে বড় ছিল। টেনিসই আমাকে পরিচিতি দিয়েছিল।’
এএইচ/