সিরাজগঞ্জে গণধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
সিরাজগঞ্জের ভাটপিয়ারীতে গণধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন, রাসেল হোসেন (২২), সোহেল (২৩), আব্দুর রাজ্জাক (৪১), নাজমুল হোসেন (২১), নুর ইসলাম (২৩) ও আব্দুল মোমিন (৩১)। তবে আদালতে ৪ জন উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভাটপেয়ারী গ্রামের মৃত আবু সাইদের মেয়ে রত্না (১৮) খাতুনের সঙ্গে পাশের পার পাঁচিল গ্রামের এক সন্তানের জনক রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ভাটপেয়ারী চরে রত্নাকে ডেকে নেয় রাসেল। এসময় ৫ বন্ধু মিলে একটি আখ ক্ষেতে নিয়ে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।
পরদিন সকালে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় নির্যাতিতা রত্নার ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয়।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত চাঞ্চল্যকর এ ধর্ষণ মামলার রায় প্রদান করেন।
এআই/এসি