ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, জখম ৫

ঢাকা কলেজ সংবাদদাতা

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

গুরুতর আহতদের ছবি

গুরুতর আহতদের ছবি

রাজধানীতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- তানভীর, নেহার, রাহাত, সোয়াদ ও সাফিয়ান। এরা সবাই এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে, আহতদের মধ্যে সোয়াদের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া নেহালকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে ছুরির জখম রয়েছে।

বাকি তিন জনের পেটে, পিঠে ও হাতে ছুরির জখম রয়েছে। তাদেরকেও উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

এনএস/